01 Jan 1970
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন পড়বেন?
বাংলাদেশে প্রচলিত শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থী এসএসসি পাস করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে পাস করার সাথে সাথেই তার কর্মজীবনে প্রবেশ নিশ্চিত। তা ছাড়া, ডিপ্লোমা পাসের পর চাকরির পাশাপাশি বিএসসি এবং এমএসসিসহ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে বের হওয়া একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুবিস্তৃত। দিন যত যাবে, টেক্সটাইলের ব্যবহার বাড়তেই থাকবে। যদি চাকরির কথা বলি, তাহলে বলব আমাদের দেশে যে পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, তার অর্ধেকও আমরা জোগান দিতে পারছি না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে যে কেউ খুব সহজেই পোশাকশিল্পের কাজে নিজেকে জড়াতে পারেন। এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সাধারণত দুই ধরনের চাকরিতে অভ্যস্ত। কারখানায় উৎপাদন এবং বায়িং হাউসের মার্চেন্ডাইজার। শুরুতে মার্চেন্ডাইজারদের বেতন তুলনামূলকভাবে বেশি হলেও উৎপাদনের সঙ্গে জড়িতরা যখন অভিজ্ঞ হওয়া শুরু করেন, তখন তাঁদের চাহিদা বাড়তে থাকে, বেতনও।
যে বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়?
এই কোর্সে টেক্সটাইল ফাইবার, সুতা গঠন, ফ্যাব্রিকের নকশা ও কাঠামো, টেক্সটাইল ল্যাব প্রক্রিয়াকরণ, টেক্সটাইল টেস্টিং এবং যন্ত্রপাতি, টেক্সটাইলে রাসায়নিক প্রক্রিয়াকরণ, টেক্সটাইলে কম্পিউটারের অ্যাপ্লিকেশন, কাপড়ের ডিজাইন এবং কাঠামো, টেক্সটাইলে তথ্য ও প্রযুক্তি প্রভৃতি বিষয় সম্পর্কে শিক্ষার্থিদের জ্ঞান দান করা হয়।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা
টেক্সটাইল মিল, কারখানা, বায়িং হাউস, মানবসম্পদ, ফ্যাশন ডিজাইনিং, বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের জন্য দরজা খোলা রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে শুধু যে টেক্সটাইল মিল, কারখানায় কাজ করতে হবে বিষয়টা তেমন না। আমাদের এখানে যাঁরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিংবা মেশিন ডিজাইন, মেশিন রক্ষণাবেক্ষণ নিয়ে পড়ছেন, তাঁরা টেক্সটাইলের বাইরে অন্যান্য কাজের ক্ষেত্রেও অবদান রাখতে পারেন। কেউ যদি উদ্যোক্তা হতে চান, তাঁর জন্য রয়েছে অপার সুযোগ।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে নিম্নলিখিত কোম্পানী / ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পদে নিযুক্ত হতে পারে-
* বিভিন্ন সরকারি বেসরকারি টেক্সটাইল ইন্ডাস্ট্রি
* গার্মেন্টস কোম্পানি
* দেশি বিদেশি বায়িং হাউজ
* শিল্প ঋণ প্রদানকারী সংস্থা
* ট্রেডিং হাউজ
* বিভিন্ন স্পিনিং, নিটিং, উইভিং এবং ডাইং মিল
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ
চাকরিক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা মানসম্মত কাপড় তৈরির পাশাপাশি বাজারে বিদ্যমান টেক্সটাইল ফাইবারের মানোন্নয়নের জন্যেও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগান।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ গবেষণা ও উন্নয়ন (R&D) এবং কর্পোরেট পরিচালনা মত কাজগুলোও অন্তর্ভুক্ত।
টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ডিজাইনিং, বিপণন এবং ক্রয় ও উৎপাদন কর্মীদের জন্য প্রযুক্তিগত পরামর্শ এবং প্রস্তাব দিয়ে থাকেন। সর্বপরি পোশাক ও কাপড় তৈরিতে জড়িত সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা।